Header Ads

শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৯ বছর পর গ্রেপ্তার-VOG24

গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. লতিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ২০১৪ সালে হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়।VOG24

শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৯ বছর পর গ্রেপ্তার-VOG24
আসামি গ্রেপ্তার

আ. লতিফ উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের কাদিরাপাড়া এলাকার মো. ছফুর উদ্দিনের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই মামলার প্রধান আসামি বরমী গ্রামের আবুল কালাম ঢাকার ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন। ওই সময় রুপালী (২০) নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কালাম বিয়ের প্রলোভন দেখিয়ে রুপালীকে শ্রীপুরের বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে নিয়ে আসেন।
ওই সময় কালাম তার বন্ধুদের নিয়ে রাতভর ওই নারীর উপর যৌন নির্যাতন চালায়। এক পর্যায়ে রুপালীকে হত্যা করে মরদেহ ওই গ্রামের আ. মান্নানের প্রজেক্টের পাশে গাছে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা অভিযোগকৃত চার আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক এ এফ এম নাসিম জানান, দীর্ঘ নয় বছর লতিফ পলাতক ছিলেন। ইতিমধ্যেই পুলিশ প্রধান আসামি কালাম ও ইকবালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। আর পলাতক দুই আসামির মধ্যে আ.লতিফকে গতকাল গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।




vog24, voiceofgazipur24, শ্রীপুর থানা

No comments

Powered by Blogger.