Header Ads

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্কাউটের সম্মেলন অনুষ্ঠিত


গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে বুধবার (১২ জানুয়ারি) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্মেলনের আয়োজন করা হয়।

Voice Of Gazipur

 

সম্মেলনে সভাপতিত্ব করেন  মো. আসসাদিকজামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কাউট লিডার শাহনাজ বেগম ও সাংবাদিক আব্দুর রহমান আরমান। ছিলেন নূর-ই-জান্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। নুরুন্নাহার, শিক্ষা অফিসার। শাহানাজ আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার। শহিদুল্লাহ আজাদ, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউট গাজীপুর জেলা শাখা। আবু সাঈদ, টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলের সহকারী পরিচালনক সহ প্রমুখ।
আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য এমসিএম হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার দাসকে কমিশনার ও তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।  এছাড়া ৫ জন সহ-সভাপতি, একজন যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও ৪ জন সদস্য নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.