Header Ads

গাজীপুরের টঙ্গীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের টিকা প্রদান


গাজীপুরের টঙ্গীতে স্বাস্থ্যবিধি মেনে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে করোনার ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে। 

Voice Of Gazipur

 

বুধবার (১২ জানুয়ারি) সকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে এ টিকা কার্যক্রম শুরু হয়।
টিকাদান কর্মসূচিটি গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা উদ্বোধন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রাজ্জাক মিয়া, প্রধান শিক্ষক, আমজাদ আলী সরকার স্কুল, সুলতানা রাজিয়া, প্রধান শিক্ষক, আরিচপুর সরকারি প্রথমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
উদ্বোধনের প্রথম দিন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ১৫ শত শিক্ষার্থীরা টিকা পাবে। ৪ দিনের ক্যাম্পিংয়ে পর্যায়েক্রমে ৯টি বিদ্যালয়ের প্রায় ৯হাজার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, টঙ্গীর বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.