সোহাগকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল-VOG24
কয়দিন আগেই বাংলাদেশ নারী ফুটবল দলের টাকার অভাবে মিয়ানমারে সফর বাতিল হওয়ায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার কিছু পরেই ফিফা থেকে নিষেধাজ্ঞা পড়ল বাফুফের সাধারণ সম্পাদক। এই বিষয়ে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।VOG24
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল |
দেশ ত্যাগের আগে ফিফার নিষেধাজ্ঞা বিষয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তারা যে আমাদের ভাবমূর্তি সংকটে ফেলেছে, এতে আমরা খুবই লজ্জিত।’
নানা সময়ে বাফুফের অনিয়মের বিষয়গুলো গণমাধ্যমে আসত। গণমাধ্যমের রিপোর্টই প্রকৃত অর্থে সত্য হলো। আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যম সব সময় সোচ্চার ছিল। একদিকে বাংলাদেশ সৌভাগ্যবান যে কোন ব্যক্তির ওপর দিয়ে নিষেধাজ্ঞা এসেছে, ফুটবল ফেডারেশনের ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ক্রীড়া মন্ত্রণালয়কে তদন্ত করার সুপারিশ করেছিল। তবে ফিফার বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে ধীরে চলতে চায় ক্রীড়া মন্ত্রণালয়, ‘আমাদের হস্তক্ষেপের কারণে যদি আরও বড় ক্ষতি হয়, সেটা আমরা কেউই চাই না। ফিফা যদি অনুরোধ করে তাহলে অবশ্যই অধিকতর তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব। তবে ফুটবলের ওপর আমরা কোনোভাবেই অযাচিত হস্তক্ষেপ করব না।
vog24, voiceofgazipur24, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাহিদ আহসান রাসেল
No comments