Header Ads

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ঘর, দোকান ও কারখানা - vog24

গাজীপুরে এক অগ্নিকাণ্ডে চারটি ফার্নিচারের কারখানা, বসত বাড়ি তার সাথে কয়েকটি দোকান ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় অগ্নি কন্ট্রোলে আনে। শুক্রবার ভোরে মহানগরীর নলজানি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।vog24

vog24, voiceofgazipur24, gazipur, গাজীপুর-অগ্নিকাণ্ডে পুড়েছে ঘর, দোকান ও কারখানা
অগ্নিকান্ড

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন জানান, শুক্রবার সকাল বেলা সাড়ে নয়টার দিকে মহানগরের নলজনি মধ্যপাড়া এলাকায় টিটুর মালিকানাধীন ১টি ফার্নিচারের কারখানায় অগ্নির সূত্রপাত হয়। থিনার জাতীয় কেমিক্যাল ও কাঠের বোর্ডের সংস্পর্শে এসে আগুন মুহূর্তেই পার্শ্ববর্তী রায়হান, সেলিম ও নুরুর অপর তিনটি কারখানাসহ ১টি বাড়ির দুটি কক্ষ এবং মার্কেটের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খোজ-খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু অগ্নি পুরোপুরি নেভাতে আরও কয়েকটি সময় (প্রায় আধঘন্টা) ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। অনলে কাঠ ও বোর্ডসহ প্রস্তুত ফার্নিচার তার সাথে নানারকম মালামাল পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসীর ধারণা, কারখানার শ্রমিকদের বিড়ি-সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটে।



vog24, voiceofgazipur24, Gazipur

No comments

Powered by Blogger.