Header Ads

গাজীপুরে বাসায় বসে ইয়াবা বিক্রি, গ্রেফতার ২

গাজীপুরের সদর উপজেলার বেগমপুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভয়েস অফ গাজীপুর


সোমবার রাতে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার খারিজাথাক (উদয়নগর) মৃত নুর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৪২) ও রাজশাহীর বাঘা থানার আতারপাড়া গ্রামের মৃত মঞ্জিল বেপারীর ছেলে মজনু হোসেন (৩৬)। তারা দুজনই বেগমপুর গ্রামে ভাড়া থাকেন।

হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম জানান, রাতে বাসায় শরিফুল ইসলাম মাদক বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতার দুজনকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


ভয়েস অফ গাজীপুর 


No comments

Powered by Blogger.