Header Ads

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ভয়েস অফ গাজীপুর


মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জানান, গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভা পরিচালিত হয়। পরে ওই সভা শেষে বাংলাদেশ (বিডিইউ) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়।


তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট নম্বর(http:admission.bdu.ac.bd) এ গিয়ে এ সংক্রান্ত তালিকা দেখতে পারবে।

No comments

Powered by Blogger.