কাপাসিয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে ড্রাইভিং প্রশিক্ষণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সমবায় কার্যালয়ে বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ,স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো অপারেটিভ এজেন্সি সহায়তায় গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সমবায় ২০ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের বালুর মাঠে ৫ জন নারী ও ১৫ জন পুরুষ ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নেন ।
নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম , কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি ) এফএম নাসিম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কোহিনুর রহমান , উপজেলা সমাজসেবা অফিসার নিলুফা বেগম, অধ্যক্ষ তাজ উদ্দিন, সাংবাদিক নূরুল আমীন সিকদার প্রমুখ।
ভয়েস অফ গাজীপুর
No comments