টঙ্গীতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থপন
গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা এলাকায় মোল্লাপাড়া শাহী জামে মসজিদের বহুতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।
মসজিদের মোতাওয়াল্লি আবু তালেব মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে বক্তব্যে রাখেন সিটি করপোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন কাজী বেলায়েত হোসেন বেলু, আশরাফুজ্জামান খোকা, টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মঞ্জু, সাবেক ছাত্রনেতা কাজী বকুর, মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, হাবীবুর রহমান ভূইয়া প্রমুখ।
মসজিদের জমিদাতা আলহাজ¦ আবু তালেব মোল্লা ২ কাঠা জমি ওয়াক্ফ করেদিলে তাস্নিয়া কনস্ট্রাকশন এর স্বত্ত্বাধীকারী প্রকৌশলী আব্দুল কাদির খাঁন মসজিদটি নিজ উদ্যোগে এক তলা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রম্নতি দেন।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভয়েস অফ গাজীপুর
No comments