Header Ads

কৈশোরকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা

কিশোর-কিশোরী ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে অ্যাডভোকেসি সভায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। 

voice of gazipur

৫ জানুয়ারি বুধবার সকাল ১১টায় দাতা সংস্থা ইউএসএআইডিএর অর্থায়নে গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের মিলনায়তনে বেসরকারি উন্ন’য়ন সংস্থা লা’ইট হাউ’সের আয়োজনে পাথ’ফাইন্ডার সুখী জীবন প্রক’ল্পের কারিগরি সহযোগিতায়

কিশোর-কিশোরীদের যৌন ও প্রজ’নন স্বাস্থ্য’সেবা নিশ্চিতে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

গাজীপুরের টঙ্গী, সদর, কালীগঞ্জ, কালিয়াকৈর, কাপাসিয়া উপজেলা এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডারদের অবহিত করার লক্ষ্যেই অ্যাডভোকেসি সভার আয়োজন করে বলে সংশ্লিষ্ট আয়োজকরা জানান।

গাজীপুর জেলা পরিবার পরিক'ল্পনা কার্যালয়ের উপ'পরিচালক লাজু শামসাদ হক সভায় সভাপতিত্বে করেন। এসময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পরিবার পরি'কল্পনা অধিদফতরের পরিচালক (এমসিএইচ সার্ভিসেস ও লাইন ডিরেক্টর) ডা. মো. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে অন্যা'ন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিবার পরি'কল্পনা কার্যা'লয়ের সহকারি পরিচালক ফৌজিয়া আসমত, ডা. মো. মজনু মিঞা, জেলা তথ্য কর্ম'কর্তা জালাল উদ্দিন, জেলা শিক্ষা কর্ম'কর্তা রেবেকা সুলতানা, গাজীপুর সিটি কর্পো'রেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমতউল্লাহ্ প্রমূখ।

অনুষ্ঠানে ধন্যবাদ’জ্ঞাপন করেন কর্মসূচির অ্যাড’ভোকেসি ও কমিউনি’ক্যাশন কর্মকতা ডা. রাহনুমা তামান্না।

No comments

Powered by Blogger.