গাজীপুরে নতুন জেলা প্রশাসক আনিসুর রহমান
গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যা'লয়ের পরি'চালক-১ আনিসুর রহমান নিয়োগ পেয়েছেন।
(৫ জানুয়ারি) বুধবার জন'প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞা'পনে এ তথ্য জানানো হয়।
অপরদিকে প্রেষণে ‘বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড’-এর সচিব পদে বর্তমান জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, রাষ্ট্রপতির আদেশ'ক্রমে জনপ্রশাসন মন্ত্রণাল'য়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষ'রিত এক প্রজ্ঞা'পনে প্রধানমন্ত্রী কার্যা'লয়ের পরিচালক-১ আনিসুর রহমানকে (১৫৫০৪) গাজী'পুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজি'স্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
উপসচিব পদমর্যা'দার কর্মকর্তা আনিসুর রহমান বর্তমানে প্রধানমন্ত্রী কার্যা'লয়ের পরিচালক-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপসচিব হিসেবে জন'প্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি তিনি উপ'সচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি উপ'জেলা নির্বাহী অফি'সার (ইউএনও) হিসেবে কাপাসিয়া উপ'জেলায় দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা গোপাল'গঞ্জ।
No comments