Header Ads

শ্রীপুরের ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে আসেন। 

নির্বাচনী অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। চেয়ারম্যান পদে ৪৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৫জন প্রার্থী রয়েছেন। মোট ১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

No comments

Powered by Blogger.