Header Ads

কালিয়াকৈরে আনসারের ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 

কালিয়াকৈর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। পরে তিনি কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও একাডেমির উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সমাবেশ কুচকাওয়াজের জন্য আগত সকল স্তরের কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসার এবং বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ। 

মহাপরিচালক অনুষ্ঠানে সমাবেশ সংশ্লিষ্ট সকলের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.