কাপাসিয়ায় ডাম্পট্রাকের চাপায় এক সাংবাদিক নিহত - VOG24
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
নিহত মঞ্জুর হোসেন মিলন |
শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় কাপাসিয়া উপজেলার কোট বাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসেন মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।vog24
মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বৈশাখী টেলিভিশন, দৈনিক যুগান্তর ও দৈনিক দিনকালে কাজ করেছেন। মিলন কাপাসিয়া প্রেস ক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক ছিলেন।
সাংবাদিকের অকাল মৃত্যুতে গাজীপুর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টায় ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালুভর্তি ডাম্পট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত হন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফর কবীর বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িচালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।
No comments