বাংলাদেশে অবশেষে মুক্তি পাচ্ছে ‘পাঠান’-VOG24
বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। কেউ আমদানির পক্ষে কথা বলেছেন, আবার কেউ বা এর বিপক্ষে। কিন্তু সব আলাপন উপেক্ষা করে দেশে হিন্দি সিনেমা আমদানিতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়।VOG24
পাঠান সিনেমা |
তবে কিছু শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেওয়া হয়েছে। জটিলতা কেটে যাওয়ায় ঈদের পরে দেশে আমদানি হচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’।
এ ছাড়া ভারতের বিভিন্ন ভাষার শীর্ষ সিনেমাগুলোও আমদানি করা হবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ইতোমধ্যে কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘পাঠান’ সিনেমা আমদানির জন্য আবেদনও করেছেন এই নির্মাতা।
অনন্য মামুন বলেন, আমরা ইতোমধ্যে সিনেমাটি আমদানির প্রক্রিয়া শুরু করেছি। ঈদের পরে পাঠান আসবে। যেহেতু সেন্সরে জমা দিতে হবে আর আমরা সেভাবেই কাজ করছি। সেন্সর করানোর পর সিনেমাটি মুক্তি দেব।
vog24, voiceofgazipur24
No comments