Header Ads

গাজীপুরে রাষ্ট্রীয় দপ্তরের দুর্নীতির কমপ্লেইন চেয়ে মাইকিং

গাজীপুর সদরের অবস্থিত সব রাষ্ট্রীয় দপ্তরের দুর্নীতির কমপ্লেইন চেয়ে এরিয়ায় মাইকিং চলছে। এছাড়াও শহরের নানারকম স্থানে এই সংক্রান্ত অভিযোগপত্র জমা নিতে একের অধিক কাউন্টার উন্মুক্ত করা হয়েছে। সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের উপ-পরিচালক মো. মোজাহার আলী জানান, গাজীপুর সদরে অধিষ্ঠিত বিভিন্ন সরকারি কাজের জায়গায় জবাবদিহিতা, সততা ও সার্ভিস শিওর করার টার্গেটে ওই গণশুনানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। রাষ্ট্রীয় দপ্তরে পরিসেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে আমাদের নিকট লিখিতভাবে ও তথ্যপ্রমাণাদিসহ অভিযোগ জানাতে হবে।

গাজীপুরে রাষ্ট্রীয় দপ্তরের দুর্নীতির কমপ্লেইন চেয়ে মাইকিং


এ অভিযোগের ১টি ফরমেট এরিয়ায় সরবরাহ করা হচ্ছে। গণশুনানির জন্য ১৭ জানুয়ারি হতে এসব কমপ্লেইন নেয়া হচ্ছে। কমপ্লেইন দেয়া যাবে ২৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আর ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং অভিযোগকারীদের সরাসরি ভাবে অংশগ্রহণে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পরে কারো বিপক্ষে দুর্নীতি প্রমাণিত হলে ওইদিনই তার প্রবলেম সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে।

মঙ্গলবার শহরের ‘দুর্নীতির বিপক্ষে ঐক্যবদ্ধ বিশ্ব’, ‘এবার আওয়াজ তুলুন গণশুনানিতে’, গণশুনানিতে আপনার নালিশ তুলে ধরুন, ইত্যাদি শ্লোগান লেখা লিফলেট দান করা হলো ও এই সম্পর্কিত মাইকিং করা হচ্ছে। লিফলেটের পেছনেই নালিশের ফরম দেয়া আছে। ওই ফরমেটটির ইনফরমেশন পূর্ণ করে জমা দিলেই চলবে।

গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ আয়োজিত ওই গণ শুনানিতে শ্রেষ্ঠ মেহমান থাকবেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন।

গণশুনানিতে অংশগ্রহণের জন্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক ও সহ-সভাপতি ফয়জুন্নেছা লাভলী, গাজীপুর দুদকের অ্যাসিসটেন্ট পরিচালক মশিউর রহমান, উপ-সহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী, উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারের সাথে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.