Header Ads

বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ময়দানের উত্তর-পূর্ব কোণে স্থাপিত টিনশেড মসজিদ সংলগ্ন স্থানে সভাটি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

টঙ্গীতে বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব-উজ-জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্রথমপর্বের ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি প্রকৌশলি মাহফুজ হান্নান, প্রকৌশলী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সেলিম, মুফতি আমানুল্লাহ, দ্বিতীয়পর্বের শীর্ষ মুরব্বি ড. মোহাম্মদ আব্দুস সালাম, প্রকৌশলী শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ, ড. মোহাম্মদ রেজাউল করিম, হাজী মনির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ব ইজতেমাকে শতভাগ সফল করতে সব ধরনের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ময়দানের চারপাশে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ময়দানের কাজ এগিয়ে নিচ্ছেন।

No comments

Powered by Blogger.