Header Ads

ন্যাটোর কাছে যুদ্ধবিমান চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ন্যাটোর কাছে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর আবেদন জানিয়েছেন জেলেনস্কি 

ন্যাটোর কাছে যুদ্ধবিমান চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার ন্যাটোর কাছে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যদি আপনাদের আকাশ বন্ধ করার (ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করার) ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাহাজ দিন। 

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান। তিনি বলেন, ‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।’ পরপর দখল হবে বাল্কান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।’

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন!’ পাশাপাশি তার হুঁশিয়ারি, ‘বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া, লিথুয়েনিয়া, এস্টোনিয়াও আর থাকবে না। সূত্র : বিবিসি ও আল জাজিরা

No comments

Powered by Blogger.