বাংলাদেশ উদীচী শিল্পী কাপাসিয়া শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখার সম্মেলন প্রস্তুতি হিসেবে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ১৪ জানুয়ারি দুপুরে উদীচী কাপাসিয়া শাখা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
কাপাসিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন কে আহবায়ক ও বরুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.মতিউর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন জাহাঙ্গীর হোসেন,শ্যামল চন্দ্র দাস, সিদ্দিকুর রহমান, মাতাবুর রহমান, চম্পা রানী দাস, শরিফুল ইসলাম ও শোয়ের হোসেন সিকদার।
আগামী ১১,১২ ও ১৩ মার্চ সম্মেলনে উপলক্ষে সভায় আলোচনা, সদস্য নবায়ন ও সাংগঠনিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
আমজাদ হোসেন বলেন সাংস্কৃতিক সংগঠন গুলো তাদের কর্মকান্ডের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে। আমাদের হাজার বছরের ঐতিহ্যের ধরে রাখতে হবে। ধর্মের নামে অপসংস্কৃতি বন্ধ করতে হবে।
No comments