আলাদা ঘটনায় গাজীপুরে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে পৃথক পৃথক ঘটনায় দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। (৮ জানুয়ারি) শনিবার গাছা থানা ও কালী'গঞ্জ থানা এলাকা থেকে তাদের লা'শ উদ্ধার করা হয়।
নিহতদের একজন কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার আহাদ আলী মোড়লের ছেলে কাইয়ুম মোড়ল (২৮)।
অন্যজন শেরপুরের নকলা থানাধীন গনপদ্দি এলাকার নয়ন চন্দের ছেলে শাওন (২২)। কাইয়ুম ভৈরব অঞ্চ'লের মেথিকান্দা এলাকার রেল'ওয়রের অস্থায়ী গেইট'ম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং শাওন মানসিক প্রতিবন্ধি।
কালী'গঞ্জ থানার এসআই রমজান আলী বলেন, কাইয়ুম মোড়'লের সন্তান সম্প্রতি মারা যান। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।শনিবার (৮ জানুয়ারি) বিকেলে ঘরের দরজা বন্ধ করে একা অবস্থান করছিলেন। সন্ধ্যা পর্যন্ত তার সাড়া’শব্দ না পেয়ে স্বজন’রা ঘরের দরজা ভেঙ্গে ভিত’রে প্রবেশ করেন।
পরে স্বজ'নরা ঘরের ভিতর আড়ার স'ঙ্গে কাইয়ুমের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহ’তের লাশ ঘটনা’স্থল থেকে উদ্ধার করেন।
অন্যদিকে, গাছা থানা’ধীন কুনিয়া বড়বাড়ি এলাকায় স্ব’পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন নয়ন চন্দ। সে নর’সুন্দরের কাজ করেন। শনিবার বিকেলে তার ছেলে (মানসিক প্রতি’বন্ধি) শাওন দরজা বন্ধ করে ঘরে ছিল। পরে তার সাড়া’শব্দ না পেয়ে স্বজন’রা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গাম’ছা দিয়ে গলায় লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
তাকে উদ্ধার করে টঙ্গী’র শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ’সক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহ’তের লাশ উদ্ধার করেন।
No comments