একাদশে ভর্তির আবেদনের ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসায় ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো: মোয়াজ্জেম হোসেন বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।
তবে পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।
এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।
ভয়েস অফ গাজীপুর
No comments