নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভীর হ্যাটট্রিক জয়
নারায়ণ’গঞ্জ সিটি করপো'রেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী’লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ নিয়ে টানা তিনবার নাসিক নির্বাচ’নে বিজয়ী হলেন তিনি।
নাসিক নির্বাচ’নের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষ’ণা করেন। তার ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসর’কারি ফলাফলে মেয়র পদে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকট’তম প্রতিদ্বন্দ্বী স্বত’ন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দ’কার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতি’দ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলি’সের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দো’লন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাত’পাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফের’দৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলা’ফত আন্দোল’নের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বত’ন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।
এছাড়া নাসিকে কাউন্সি’লর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংর’ক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন প্রতি’দ্বন্দ্বিতা করছেন।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোট’গ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণ’গঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মক’র্তার দপ্তর থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। এই নির্বাচনে কোনো অনিয়’মের অভিযোগ পাওয়া যায়নি।
No comments